স্বদেশ ও আশিয়ান গ্রুপের কর্মীদের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারী ২০২৫, ১৯:৫৫
শেয়ার :
স্বদেশ ও আশিয়ান গ্রুপের কর্মীদের সংঘর্ষে নিহত ১

রাজধানীর খিলক্ষেতে জমি নিয়ে বিরোধের জেরে স্বদেশ প্রপার্টি ও আশিয়ান গ্রুপের মধ্যে সংঘর্ষে ১ যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ১৫ জন।

আজ সোমবার সকালে এবং দুপুরে খিলক্ষেতের বরুয়া এলাকায় দুই প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মো. কাউসার দেওয়ান স্বদেশ গ্রুপের বলে জানা গেছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন আশিয়ান গ্রুপের পরিচালক (ক্রয়) জাহিদুল ইসলাম ভূঁইয়া। থানায় স্বদেশ গ্রুপের পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে।

আশিয়ান গ্রুপের পরিচালক জাহিদুল ইসলাম ভূঁইয়া আমাদের সময়কে বলেন, ‘আজ সকালে আশিয়ান সিটির প্রকল্প পরিচালক জহিরুল ইসলাম খান মোবাইল ফোনে জানায়, সকাল থেকে খিলক্ষেতের বরুয়া এলাকায় আশিয়ান ফুড অ্যান্ড বেভারেজ লি. কারখানার পূর্বদিকে আমাদের স্বপ্নসিঁড়ি প্রকল্পে স্বাভাবিক কার্যক্রম চলছিল।  সকাল সাড়ে ১০টার দিকে ভূমিদস্যু এম. এ কাইয়ুম, মোবারক হোসেন দেওয়ানের নেতৃত্বে সন্ত্রাসী খায়রুল, মুরাদ কাজী, আমিনুল, মনির, কাওসার, কবির, রাহিমুল, সাগর দেওয়ান, শামীম মোল্লা, সেলিম মোল্লা, আরিফ কাজীসহ আনুমানিক ৩৫০ জন সন্ত্রাসী আমাদের প্রকল্পে প্রবেশ করে। ’

তিনি আরও বলেন, ‘তারা আমাদের অফিসে এবং প্রকল্প এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর ধারাল অস্ত্র ও পিস্তল দিয়ে হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। তারা অস্ত্র দিয়ে স্বপ্নসিঁড়ি অফিসে ব্যাপক ভাঙচুর ও লুটপাটও চালায়। সন্ত্রাসী মোবারক তার হাতে থাকা অস্ত্র দিয়ে অফিসে অবস্থানরত আমাদের কোম্পানিতে মালামাল সরবরাহকারী ফাহিম ভূঁইয়া এবং আমাদের কর্মচারী জিহাদকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে ফাহিম ভূঁইয়া বাম চোখের নিচে এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আহত হয়। ’

তিনি বলেন, ‘সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে আমাদের প্রায় ৮জন কর্মকর্তা-কর্মচারি গুরুতর আহত হয়। আশঙ্কাজনক ফাহিম ও জিহাদকে প্রথমে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ এখনো তারা দলবলসহ বরুয়া উত্তর পাড়া এলাকায় অবস্থান করছে।’

জানা গেছে, স্বদেশ গ্রুপের কর্মচারী নিহত কাউসার দেওয়ান সপরিবারে খিলক্ষেতের বরুয়া এলাকায় থাকতেন। দুপুর আড়াইটার দিকে আশিয়ান সিটির সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন তিনি। তবে জাহিদুল ইসলামের অভিযোগের বিষয়ে স্বদেশ গ্রুপের পক্ষ থেকে কারও বক্তব্য পাওয়া যায়নি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন, ‘জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতরা এভারকেয়ার হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ময়নাতদন্তের জন্য মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে নিয়ে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’