সাহায্যের হাত বাড়ালেন জোলি

বিনোদন সময় ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৫, ০০:০০
শেয়ার :
সাহায্যের হাত বাড়ালেন জোলি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুই হাজারের বেশি বসতবাড়ি-স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছেন লাখের বেশি বাসিন্দা। এমন প্রাকৃতিক দুর্যোগে যে যার সাধ্যমতো বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন। এবার সাহায্যের হাত বাড়ালেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

লস অ্যাঞ্জেলেসের গৃহহারা বন্ধুদের জন্য বাড়ির দরজা খুলে রেখেছেন অভিনেত্রী। জোলির ঘনিষ্ঠরা পিপল ম্যাগাজিনকে জানায়, যারা তাদের বাড়ি-ঘর হারিয়েছেন বা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আবেগাপ্লুত অ্যাঞ্জি। তিনি সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন, এমনকি যাদের সরিয়ে নিতে বাধ্য করা হয়েছিল- এমন বন্ধুদের জন্য তার বাড়ি উন্মুক্ত করে দিয়েছেন।

জোলির মতো অন্য তারকারাও দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন। অভিনেত্রী হ্যালি বেরি তার এক ইনস্টাগ্রাম পোস্টে জানান, দাবানলে বিপদগ্রস্তদের মৌলিক চাহিদা পূরণে ‘স্যানিটারি ক্লোজেট’ বিতরণ করেছেন তিনি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন মেগান মার্কেল ও প্রিন্স হ্যারিও।

লস অ্যাঞ্জেলেস থেকে বাস্তুচ্যুত প্রিয়জনদের জন্য তারা নিজেদের বাড়ি খুলে দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জেমি লি কার্টিস ও ক্রিস্টোফার গেস্ট।