শাহজালাল বিমানবন্দর থেকে বিমান বাহিনীর সদস্যদের সরাতে আইনি নোটিশ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দায়িত্ব ফিরিয়ে দিতে সরকার সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করা বিমান বাহিনীর সদস্যদের সরিয়ে নিতে বলা হয়েছে। আজ রবিবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া এ নোটিশ পাঠান। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, বিমান বাহিনীর প্রধানসহ ৮ জনকে এ নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব ফিরিয়ে দিতে বলা হয়েছে। একইসঙ্গে বিমানবন্দর থেকে বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহার, বিমান বাহিনীর সদস্যদের গত ৮ জানুয়ারি নরওয়ের নাগরিক সাঈদ উদ্দিনকে হেনস্তার ঘটনা তদন্ত, স্বর্ণ, মাদক ও মানবপাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরের ভেতর ও বাইরে বিশেষ নিরাপত্তা সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে।
নোটিশ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?