সাকিব-লিটনকে দলে না রাখার ব্যাখ্যা দিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারী ২০২৫, ১৪:৪৫
শেয়ার :
সাকিব-লিটনকে দলে না রাখার ব্যাখ্যা দিলো বিসিবি

সময়সীমা মেনে আজ চ্যাম্পিয়নস ট্রফিতে ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তামিম ইকবাল অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন দুদিন আগেই। বড় নামের মধ্যে বাদ পড়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। 

সাকিবের দলে না থাকার বিষয়টি বিসিবি সূত্রে জানা গেছে গতকালই। দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে না পারায় সাকিবকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে এক বছর নিষিদ্ধ করা হয়েছে। তারকা এই ক্রিকেটারকে দলে নিতে হলে শুধু ব্যাটার হিসেবেই রাখতে হতো। তবে শুধু ব্যাটার হিসেবে সাকিবকে দলে জায়গা দেওয়ার মতো পরিকল্পনা নেই বিসিবির। 

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথায় বাজল সেই প্রতিধ্বনিই, ‘সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা নিয়ে যে সমস্যা, সেটি থেকে তিনি উত্তরণের প্রক্রিয়ায় আছেন। বোলিং পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন শুধু একজন ব্যাটার হিসেবে খেলতে পারবেন। ফলে সিলেকশন পজিশনেও সাকিবের অবস্থান ছিল কেবল একজন ব্যাটার হিসেবে। আমাদের টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটার হিসেবে তাকে ১৫ জনের দলে রাখতে পারিনি।’

বেশ কয়েকদিন ধরে দল থেকে লিটনের বাদ পড়ার খবরও ভেসে বেড়াচ্ছিল। টানা অফফর্মে থাকায় নড়বড়ে হয়ে যায় এই টপ অর্ডার ব্যাটারের জায়গা। এমনকি টানা ব্যর্থতায় বাদ পড়তে হয় বিপিএলের ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড থেকেও। যদিও ফিরেই অর্ধশত রানের ইনিংস দেখা গেছে তার ব্যাটে। লিটনের বাদ পড়ার গুঞ্জন আজ সত্যি হয়েছে। 

লিটনকে দলে না রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, ‘লিটন আউট অব ফর্ম। আউটের প্যাটার্ন অনেকটা একইরকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার, সেটা হচ্ছে না। ক্রিজে টিকে থাকতে পারছে না। এক্সপোজ হয়ে গেছে। বিপক্ষ দলের অ্যানালিস্টরা লিটনের বিপক্ষে অনেক বেশি সফল হয়ে যাচ্ছে। তবু সুযোগ দিয়েছিলাম। কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই।’

জাতীয় দলের জার্সি গায়ে অনেকদিন ধরেই ফর্মে নেই লিটন। সর্বশেষ ৭ ইনিংসে পাননি দুই অঙ্কের রানের দেখা। ওয়ানডেতে সবশেষ ফিফটি পেয়েছিলেন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। ভারতের বিপক্ষে সেই ফিফটি হাঁকানোর পর ১৪ ইনিংসে পাননি অর্ধশতকের দেখা। 

তাছাড়া লিটনের বিকল্পও আছে বিসিবির হাতে। লিপু বলেন, ‘সৌম্য ও তামিম জুটি হিসেবে ভালো করছে। এই দুজনই সম্ভবত ইনিংস শুরু করবে। তাই প্রথম একাদশে লিটনের জায়গা নেই। তার ক্লাস নিয়ে সন্দেহ নেই। ফর্মে সংকট দেখা দিলে সেখান থেকে বের করতে যদি কাজ করতে পারি তাহলে তাকে ভালোভাবে বের করে আনতে পারব। আমাদের বিশেষজ্ঞরা কাজ করার সুযোগ পাবে এই সময়ে।’