তারেক রহমানকে মার্কিন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ

মির্জা ফখরুল-খসরুও আমন্ত্রিত

কূটনৈতিক প্রতিবেদক
১২ জানুয়ারী ২০২৫, ০০:০০
শেয়ার :
তারেক রহমানকে মার্কিন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিন সদস্যের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্য দুইজন হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠানটির আয়োজন করা হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানের আয়োজন করে হোয়াইট হাউস ও ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটি। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অংশ নেবেন। গত শুক্রবার বিএনপি মহাসচিব এই আমন্ত্রণপত্র পেয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

এদিকে, লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ আমন্ত্রণ পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কারণ বিগত ১৭ বছর তারেক রহমানের বিরুদ্ধে দেশে-বিদেশে নানা-রকম অপপ্রচার চলেছে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান, যা মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়।

এটি সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। এই ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসাসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় ওঠে আসে। এটি প্রার্থনা এবং আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্রিত করার প্ল্যাটফর্ম। এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য অন্যতম একটি বিষয় হয়ে ওঠেছে।

বার্ষিক এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ১৯৫৩ সালে দেশটির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার যোগ দেন। ধর্মপ্রচারক বিলি গ্রাহামের আহ্বানে তিনি এতে যোগ দিতে রাজি হন। পরবর্তীতে উত্তরসূরিরাও তার পদাঙ্ক অনুসরণ করেন। খ্রিস্টধর্ম প্রচারক বিলি গ্রাহাম এবং তার ছেলে ফ্র্যাঙ্কলিন গ্রাহাম কয়েক দশক ধরে প্রেসিডেন্টদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং ওয়াশিংটনে তাদের প্রভাব আরও বৃদ্ধি পেয়েছে। একইভাবে ‘দ্য ফ্যামিলি’ নামেও পরিচিত একটি গোষ্ঠী এই প্রভাব বিস্তারে ভূমিকা রেখেছে। ২০২৪ সালের নভেম্বরে নির্বাচনে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদ শুরু হচ্ছে আগামী ২০ জানুয়ারি।