দেশের মানুষের চোখ খুলে গেছে: শারমীন মুরশিদ
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘আমরা জানি আমরা কেন এসেছি এবং আমাদের কী করতে হবে। দেশের জনগণের চোখ খুলে গেছে। তারাও অন্তর্বর্তী সরকার আসার কারণ ও কাজ সর্ম্পকে অবগত। জুলাই বিপ্লবের কাছ থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলো যদি গণতন্ত্রের চর্চার বদলে ৫ আগস্টের মতো অরাজকতার দিকে এগিয় যায়, তাহলে এর দায়ভার তাদেরই নিতে হবে। বিপ্লবের ইতিহাস থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত।’
আজ শনিবার সিলেটের নাজিরের গাঁওয়ের বাদাঘাট রোড এলাকায় নতুন প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সমাজকল্যাণ উপদেষ্টা।
শারমীন এস মুরশিদ বলেন, রাজনৈতিক দলগুলো গভীর উপলব্ধির সঙ্গে গণতন্ত্রের প্রকাশ্য চর্চা না করে ৫ আগস্টের অরাজকতার দিকে ধাবিত হলে তার দায়ভার তাদেরই নিতে হবে। কারণ সরকারকে বেকায়দায় ফেলতে চাইলেও সরকার বেকায়দায় পড়বে না।
উপদেষ্টা বলেন, যে চোখ খুলে গেছে তা এত সহজে আর বন্ধ হবে না। রাজনৈতিক দলগুলো যদি জনমানুষের জন্য রাজনীতি করতে চায় তাহলে তাদের দলের ভেতর গণতান্ত্রিক চর্চা দৃশ্যমান করতে হবে। তাদের জনগণকে বিশ্বাস করাতে হবে তারা গণতান্ত্রিক চর্চা ভবিষ্যতে অক্ষুণ্ন রাখবে।
এর আগে এক ভিডিও বার্তায় সিলেটে নতুন প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
উদ্বোধনী বার্তায় তিনি বলেন, ‘এই হাসপাতাল গড়ার পেছনে যারা সংযুক্ত আছে, সবাই আমার পরিচিত। এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই ১৫০ শয্যার হাসপাতাল বিশেষ করে ভূমিকা রাখবে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায়। ২০১৮ সাল থেকে তারা একটি ভাড়া ভবনে কিডনি রোগিদের চিকিৎসা দিয়ে আসছিলেন। পাশাপাশি অন্য রোগীদেরও চিকিৎসা দিয়েছেন।’
ভবিষ্যতে হাসপাতাল পরিদর্শনে আসার ইচ্ছার কথাও জানান প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার