‘অচেনা মাইক্রোফোন’-এ শিল্পী বিশ্বাস

বিনোদন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৫, ১৮:৩০
শেয়ার :
‘অচেনা মাইক্রোফোন’-এ শিল্পী বিশ্বাস

চ্যানেল আই’র প্রচারিত ‘অচেনা মাইক্রোফোন’ অনুষ্ঠানে আসছেন কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস। অতিথি হয়ে দর্শক-শ্রোতাদের শোনাবেন শিল্পী হয়ে উঠার গল্প।

গায়িকা জানান, তিনি সহজাত শিল্পী হলেও তার বাবা ছিলেন বাউল। বাবার গান শুনেই শিল্পী আগ্রহী হন এবং একা একাই গুনগুনিয়ে গানের চর্চা অব্যাহত রাখেন। এক পর্যায়ে ঢাকায় এসে বিয়ে করেন স্বামী তবলা বাদক রতন ঘোষকে। এরপর শিল্পীকে আর পেছনে তাকাতে হয়নি। নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন তার প্রথম গান, যা রাতারাতি খ্যাতি এনে দেয় শিল্পীকে। এভাবে একের পর এক গান জনপ্রিয়তা পায়।

সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় ‘অচেনা মাইক্রোফোন’র এই পর্বটি প্রচার হবে আজ শনিবার রাত ১২টায় চ্যানেল আই’তে।