ভারতে জায়গা না পেলেও ঢাকার উৎসবে থাকছে কলকাতা

বিনোদন প্রতিবেদক
১১ জানুয়ারী ২০২৫, ১৪:৩৭
শেয়ার :
ভারতে জায়গা না পেলেও ঢাকার উৎসবে থাকছে কলকাতা

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আজ শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৩তম এই আসরে এবার ৯টি বিভাগে দেখানো হবে ৭৫টি দেশের ২২০টি সিনেমা। রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল ৪টায় উৎসবের উদ্বোধনী হবে।

রেইনবো চলচ্চিত্র সংসদ’র আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। উদ্বোধনী আসরে সংগীত পরিবেশন করবে ব্যান্ড জলের গান। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে চীনের চিউ ঝ্যাং পরিচালিত ‘মুন ম্যান’। এদিন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা সিনেমার পোস্টার প্রদর্শনীর উদ্বোধন হবে। এ বছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন।

এদিকে, মাসখানেক আগে ভারতে অনুষ্ঠিত হয় ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। সেখানে বাংলাদেশের কোনো সিনেমা জায়গা না পেলেও বাংলাদেশের উৎসবে থাকছে কলকাতার সিনেমা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ভারতীয় পাঁচ সিনেমা। এ তালিকায় আছে টালিউডের সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’, শমীক রায় চৌধুরীর ‘বেলাইন’, যতলা সিদ্ধার্থর ‘ইন দ্য বেলি অব আ টাইগার’, অভিলাষ শর্মার ‘সোয়াহা’ ও উজ্জ্বল পালের ‘ক্লার্ক’ সিনেমা।

বিগত কয়েক বছরের মত এবারের উৎসবেও থাকছে মাস্টারক্লাস ও উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স। এ ছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকবে বিশেষ সিনেমা ও চিত্রকর্ম প্রদর্শনী।

ঢাকা উৎসবের সিনেমাগুলো প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, নর্থসাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়াম ও গ্রিন ইউনিভার্সিটি অডিটোরিয়ামে। উৎসবটি সকলের জন্য উন্মুক্ত।

আগামী ১৯ জানুয়ারি ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।