স্ত্রীকে নিয়ে যা বললেন তাহসান
নতুন বছরের শুরুতেই ভক্ত-শ্রোতাদের সুখবর দেন গায়ক ও অভিনেতা তাহসান খান। জানিয়েছেন, বিয়ের খবর। গেল ৬ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। তাহসানের বিয়ের খবর হঠাৎ প্রকাশ্যে আসায় চমকে যান অনেকেই।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে ও স্ত্রী প্রসঙ্গে কথা বলেছেন তাহসান। জানান, দুই পরিবারের সম্মতিতেই ছিল তাদের বিয়ের আয়োজন।
গায়কের ভাষ্য, ‘বিয়ে জীবনেরই একটি অংশ। আমার ব্যক্তিগত জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালোলাগার মতোই একটি কাজ। এছাড়া রোজার (স্ত্রী রোজা আহমেদ) সঙ্গে আমার পরিচয় ছিল আগে থেকেই। সেখান থেকে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়। দুজনের প্রতি দুজনের শ্রদ্ধা ও সম্মানের জায়গাটা রয়েছে। তাহসানের বিয়ে নিয়ে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন। এটাই স্বাভাবিক। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার আগ্রহ দর্শক-শ্রোতাদের থাকে। তাই বিয়ে করার খবর নিজেই জানালাম।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তাহসানের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর একদল মেতে উঠেছিলেন সমালোচনায়। তাদের প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমাদের দেশে রসবোধের গ্রহণযোগ্যতার বিষয়টি একটু ভিন্ন। আমরা সবকিছুতেই রসবোধটা আনতে পারি না। আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছায়ও না। তাই এর উত্তর যেভাবে দিলে একটু মজা লাগত, সেভাবে হয়ত দিতে পারছি না। আমার কাছে মনে হয়, জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল। সব বিষয়ে ও সবার বিষয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করি। কিছু মানুষ থাকেন যারা অন্যদের নিয়েই বেশি ব্যস্ত থাকেন। এটা উচিত নয়। এসব বিষয় মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন। তাই খুব বেশি ভাবছি না।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
কথা বলেন বিয়ের পর প্রথম প্রকাশিত নতুন গান নিয়েও। তাহসানের কথায়, ‘এটি চলতি বছরে আমার প্রথম গান। এ গানের কনসেপ্ট এ রকম যে, ভালোবাসার মানুষ ঘরে ছিল, কিন্তু এমন কিছু হয়েছে যা তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। দূরত্ব তৈরি হলেও একে অপরকে অবহেলা করছে না। হয়ত একঘরে আর নেই। গানের শিরোনাম “একা ঘর আমার”। এতে আমার সঙ্গে গেয়েছেন সিঁথি সাহা। গানটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। সাড়া পাচ্ছি, তবে কয়েকদিন হলো প্রকাশ হয়েছে। তাই এখনই বিচার করা যাবে না। বিশ্বাস করি, আমার এ গানটি বেঁচে থাকবে। এটা হয়ত বাংলাদেশজুড়ে তোলপাড় করবে না। তবে বেঁচে থাকবে।’