আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৫, ১০:৩১
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও বিভিন্ন সংগঠন। আজ শনিবার, ১১ জানুয়ারি ২০২৫। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

পররাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি:

হোটেল সোনারগাঁওয়ে সকাল ১০টায় সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধন করবেন মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা ফাওজুল কবিরের কর্মসূচি:

দুপুর ১২টায় তেজগাঁওয়ে বিআরটিএ সদর দফতরের সম্মেলন কক্ষে রোড সেফটি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।  

সেনাপ্রধানের কর্মসূচি:

কুর্মিটোলা গলফ ক্লাবে ৩৮তম বাংলাদেশ অ্যামাচার গলফ চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সন্ধ্যা ৭টায় উপস্থিত হবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ডিসিসিআইয়ের কর্মসূচি:

দেশের সমসাময়িক অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং ২০২৫ সালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) বর্ষব্যাপী কর্মপরিকল্পনা সম্পর্কে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর ১২টায় মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুলের কর্মসূচি:

সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির ১ম কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রিজভীর কর্মসূচি:

বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  

আলোচনা সভা:

বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

লিয়াজোঁ কমিটির বৈঠক:

বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লেবার পার্টির এবং সন্ধ্যা ৬টায় ১২ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।