নিজ ঘরে রক্তাক্ত পড়েছিলেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক
নেত্রকোনার পৌর শহরের বড়বাজার এলাকার নিজ বাড়ি থেকে সাবেক কলেজ শিক্ষক দিলীপ কুমার রায়ের (৭১) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে দিলিপ কুমার রায়ের স্ত্রী দীপা রানী রায় বাসায় এসে বাইরে থেকে তালা দেয়া দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তালা ভেঙ্গে ঘরে গিয়ে খাটের নীচে স্বামীর লাশ পড়ে থাকতে দেখেন।
পরে বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রী ও স্থানীয় এলাকাবাসী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়বাজার এলাকায় নিজ বসত ঘরে একাই রাত্রিযাপন করছিলেন আবু আব্বাস ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক দিলীপ কুমার রায়। শুক্রবার সকালে স্বজনরা ডাকাডাকি করার পর দরজা ভেঙে ঘরে প্রবেশ করেই রক্তাক্ত মরদেহ দেখতে পাযন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নেত্রকোনা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাসমিয়া হোসেন অনন্যা বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।’
এদিকে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, ‘আগের দিন রাত থেকে সকালের মধ্যে যে কোনো সময় তাকে খুন করা হয়েছে। তিনি বাসায় একা থাকতেন। তার স্ত্রী সকালে এসে বাসায় রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রকৃত দোষীদের বের করে আইনের আওতায় না হবে।’