ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে নামানো হলো ৭ শতাধিক কারাবন্দিকে

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারী ২০২৫, ১৩:০৬
শেয়ার :
ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে নামানো হলো ৭ শতাধিক কারাবন্দিকে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে প্রায় ৮০০ কারাবন্দিকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা ২ হাজার নিয়মিত দমকল কর্মীর সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

ক্যালিফোর্নিয়া পুনর্বাসন কেন্দ্র সিডিসিআর জানায়, গতকাল বৃহস্পতিবার তারা ৭৮৩ জন কারাবন্দি দমকলকর্মীকে নিয়োগ দিয়েছে। তারা ফায়ার ডিপার্টমেন্ট ও বনবিভাগের সঙ্গে কাজ করছেন। 

গার্ডিয়ান জানায়, সিডিসিআর ৩০টির বেশি ফায়ার ক্যাম্প পরিচালনা করে। এর মাধ্যমে বন্দিদের আগুন নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয় যেন দুর্যোগে তারা সহায়তা করতে পারে। তাদের এমন ১৮০০ দমকলকর্মী রয়েছেন। 

এর আগে বুধবার ৩৯৫ জনকে নিয়োগ করা হয়েছিল। একদিন পরই এই সংখ্যা দ্বিগুণ করা হয়।  

সাধারণ ফায়ার ফাইটাররা আধুনিক যন্ত্রপাতি দিয়ে আগুন নেভানোর কাজ করলেও; কারাবন্দি ফায়ার ফাইটাররা মূলত হাত দিয়ে কাজ করে। আগুন যেন না ছড়ায় সেজন্য গাজ ও লতাপাতাগুলো সরায় তারা। এতে করে সাধারণ ফায়ার ফাইটারদের তুলনায় তারা চার গুণ বেশি আহত হয়।

গত মঙ্গলবার ছড়িয়ে পড়া লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগেই পাঁচজন মারা গেছিলেন। আরও দুইজনের মৃত্যু হয়েছে। প্রচুর বাড়ি-সহ ১০ হাজারের বেশি কাঠামো আগুনে পুড়ে গেছে। সবচেয়ে বেশি কাঠামো পুড়েছে প্যালিসেডে। সেখানে প্রচুর বাড়ি-সহ পাঁচ হাজার ৩০০ কাঠামো হয় পুরোপুরি বা আংশিকভাবে পুড়ে গেছে। ইটনে পুড়েছে পাঁচ হাজার কাঠামো।