ক্যালিফোর্নিয়ার দাবানলের জন্য ডেমোক্রেটদের দুষছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভয়াবহ দাবানলের জন্য জলবায়ু পরিবর্তন নয়, বরং ডেমোক্রেটদের নীতিকে দুষছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের বিরুদ্ধে তুলেছেন নানা ধরনের ব্যর্থতার অভিযোগ। এসব অভিযোগের একটি, নিউসম পানির অপচয় করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত মঙ্গলবার ছড়িয়ে পড়া লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগেই পাঁচজন মারা গেছিলেন। আরও দুইজনের মৃত্যু হয়েছে। প্রচুর বাড়ি-সহ ১০ হাজারের বেশি কাঠামো আগুনে পুড়ে গেছে। সবচেয়ে বেশি কাঠামো পুড়েছে প্যালিসেডে। সেখানে প্রচুর বাড়ি-সহ পাঁচ হাজার ৩০০ কাঠামো হয় পুরোপুরি বা আংশিকভাবে পুড়ে গেছে। ইটনে পুড়েছে পাঁচ হাজার কাঠামো। বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে গতকাল বলেন, ‘গ্যাভিন নিউজকামের (গভর্নর নিউসম) পদত্যাগ করা উচিত। সব তার ব্যর্থতা!’ তার অভিযোগ, গভর্নর নিউসম তুষার গলে স্বাভাবিক পানিপ্রবাহ তৈরিতে বাধা সৃষ্টি করছেন। এতে দাবানল নিয়ন্ত্রণে যথেষ্ট পানি পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, নর্দার্ন ক্যালিফোর্নিয়ার লেক থেকে পানি এনে দাবানল নিয়ন্ত্রণ করা যেত। কিন্তু তারা মাছের কথা চিন্তা করে তা করছেন না। ট
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ বাইডেন বলেন, ‘আমি খুব স্বল্পসময়ের মধ্যে অফিস ছাড়ছি। কিন্তু এটি (দাবানল) রাজনীতির বিষয় নয়। এটি মানুষের মধ্যে এ নিরাপত্তার অনুভূতি এনে দেওয়ার বিষয় যে আমরা এটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস