‘সহজিয়া’র প্রথম একক কনসার্ট
প্রথমবারের মতো একক কনসার্ট নিয়ে মঞ্চে আসছে ব্যান্ডদল ‘সহজিয়া’। আগামীকাল শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘ধ্যান’ শিরোনামের কনসার্টে পারফর্ম করবে তারা। ভক্তদের জন্য বিশেষ চমক হিসেবে কনসার্টে প্রকাশিত হবে নতুন গান ‘অভিনয়’ও।
২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাটে সংগীত পরিবেশনের মধ্যদিয়ে যাত্রা শুরু করেছিল ব্যান্ড সহজিয়া। এখন পর্যন্ত ‘রংমিস্ত্রি’ ও ‘ঘোড়া’ নামে তাদের দুটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।
ব্যান্ডটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠার ১৪ বছর পর এই প্রথম একক কনসার্ট নিয়ে হাজির হচ্ছে তারা। এই কনসার্টের আয়োজন করেছে ইভেন্টহোলিক। টিকিট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’ ওয়েবসাইট এবং অ্যাকোস্টিকা ও হেভি মেটাল টি-শার্টের ঢাকার সব শাখায়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
দলটির পক্ষ থেকে জানানো হয়, কনসার্টে নতুন গান ‘অভিনয়’ প্রকাশ করবে তারা। প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণে গান গাওয়া হলেও এই প্রথম তারা একক কনসার্ট নিয়ে শ্রোতাদের সামনে আসছে। অন্য কনসার্টে সব ক’টি গান একসঙ্গে করার সুযোগ হয়ে ওঠে না। আসন্ন কনসার্টে নিজেদের প্রায় সব গানই শোনাবে সহজিয়া। পাশাপাশি নিজেদের মিউজিক্যাল জার্নির গল্পও শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেবে।
ব্যান্ডটির বর্তমান লাইনআপে আছেন শরফুদ্দিন রাব্বি (ড্রামস), জাফরি আবেদিন (বেইস গিটার), সজীব হায়দার (লিড গিটার), জাহিদুল ইসলাম শিমুল (রিদম গিটার) এবং রাজু (ভোকাল)।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট