‘বরবাদ’র জন্য দেশ ছাড়ছেন শাকিব খান
ফের মুম্বাই যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। আর এই সফরে তিনি শেষ করবেন ‘বরবাদ’ সিনেমার শুটিং- এমনটাই জানিয়েছেন এর পরিচালক মেহেদী হাসান হৃদয়।
নির্মাতা জানান, আগামী ১০ বা ১১ জানুয়ারি ‘বরবাদ’র শুটিং শেষ করতে মুম্বাই যাবেন শাকিব খান। দুই সপ্তাহ সময় নিয়ে সিনেমার বাকি অংশের কাজ করবেন তিনি।
হৃদয় বলেন, ‘ইতিমধ্যেই ২৮দিন শুটিং করে ফেলেছি। যতটুকু কাজ করেছি, আমার বিশ্বাস দর্শক পছন্দ করবেন। আশা করব, আগামীতে টিজার-ট্রেলার রিলিজের পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে, গেল বছর ডিসেম্বরে ‘বরবাদ’র পোস্টার প্রকাশিত হয়। যেখানে নতুন লুকে ধরা দেন শাকিব খান। সেসময় শাকিব জানিয়েছিলেন, ‘বরবাদ’ যে আয়োজনের সিনেমা তা অতীতের সব সিনেমাকে ছাপিয়ে যাবে।
সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। আরও আছেন যীশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকে। এছাড়াও সিনেমার একটি আইটেম গানে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। ‘বরবাদ’ মুক্তি পাবে ২০২৫ সালের রোজার ঈদে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট