আজ কোথায় কী আয়োজন
রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও বিভিন্ন সংগঠন। আজ বৃহস্পতিবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বইয়ের মোড়ক উন্মোচন
বেলা ১১টায় গুলশান চেয়ারপারসনের অফিসে বইয়ের মোড়ক উন্মোচন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং
দুপুর ২টায় ব্রিফিং করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত থাকতে পারেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সংবাদ সম্মেলন
রাজধানীর ডেমরা এলাকা থেকে ৬০০ গ্রাম আইসসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার সংক্রান্ত সংবাদ সম্মেলন করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকাল সাড়ে ১০টায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।
আলোচনা সভা
বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে ‘মানবতাবিরোধী অপরাধের প্রেক্ষিতে সত্য, ন্যায়বিচার, জবাবদিহিতা ও প্রতিকার: আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার তুলনামূলক অভিজ্ঞতা’ বিষয়ে ‘ক্রান্তিকালীন ন্যায়বিচার বিষয়ক আলোচনা-১’ শীর্ষক আলোচনার সভার আয়োজন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। ব্লাস্টের ট্রাস্ট্রি বোর্ডের সহসভাপতি ড. শামসুল বারীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ব্লাস্টের অবৈতনিক নির্বাহি পরিচালক সারা হোসেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ধর্ম উপদেষ্টা
হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি বিষয়ে ব্রিফিং করবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে বিকেল ৩টায় ব্রিফিং করবেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা
তুরস্কের বাণিজ্যমন্ত্রী ড. ওমের বোল্যাটের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রেস ব্রিফ করবেন। বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে এই ব্রিফিং করবেন তিনি।