দাউদকান্দিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
০৮ জানুয়ারী ২০২৫, ২০:০৮
শেয়ার :
দাউদকান্দিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


কুমিল্লার দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।

আজ বুধবার সকাল ৯টা থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত দাউদকান্দি পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে তিনি নিজ হাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন,দুস্থ ও শীতার্ত মানুষের কষ্ট দূর করতে এই ক্ষুদ্র প্রয়াস। অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান। 

শীতবস্ত্র বিতরণের সময় দাউদকান্দি উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।