প্রাক্তন স্ত্রীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রাক্তন স্ত্রী সুমি আক্তারের (২০) বাড়ি থেকে মহিন উদ্দিন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় মোমিন মিয়ার ছোট মেয়ে সুমি আক্তারের সঙ্গে নিহত মহিনের ৩-৪ মাস আগে ডিভোর্স হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের পাটোয়ারীর হাট এলাকার মুন্সি স্বর্ণকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মহিন চট্রগ্রামের খুলশি থানার ফিরোজ শাহ কলোনীর আবদুল মতিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্ক হয়ে চট্টগ্রামের মহিন উদ্দিনকে বিয়ে করে সুমি। মহিন-সুমির সংসারে একটি মেয়ে রয়েছে। পরিবার নিয়ে ঢাকায় থাকা সুমি ৩-৪ মাস আগে মহিন উদ্দিনকে ডিভোর্স দেন। ডিভোর্সের পর থেকে দুজনের মধ্যে কলহের শুরু হয়। একপর্যায়ে সুমির গ্রামের বাড়ির খালি ঘরে ফাঁস নেন মহিন উদ্দিন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুর্গন্ধ পেয়ে বাড়ির লোকজন ঘরের ভিতর মহিন উদ্দিনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।