পঞ্চগড়ে ১৮ কিলোমিটার বেগে বইছে বাতাস
পঞ্চগড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রা ৯ থেকে ১৪ ডিগ্রিতে উঠেছে। হিম শীতল বাতাসে শীতে কাবু হয়ে পড়েছে এই জনপদের মানুষ।
আজ বুধবার সকাল থেকে ১৮ কিলোমিটার বেগে বাতাস বইছে। এদিন সকাল ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। অনেকে কাজে যেতে না পেরে দুর্ভোগে পড়েছেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯ টায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। এর আগে গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা তিন দিন উত্তরের এই জনপদে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। এই তিন দিন পঞ্চগড়ে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে।
আজ বুধবার পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকালে হালকা কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিমেল বাতাস। আকাশে মেঘ থাকায় সূর্যের মুখ দেখা যায়নি। শীতের মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছেন কাজের সন্ধানে। এতে কর্মব্যস্ততা বাড়ার সঙ্গে স্বস্তি ফিরতে শুরু করে সাধারণ মানুষের মধ্যে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘এক দিন আকাশে মেঘ থাকায় তাপমাত্রা বেড়েছে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা কমে যাওয়ার শঙ্কা আছে। আজ বুধবার সকাল ৯টায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৮৭ শতাংশ। আর ঘন্টায় ১৮ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। এদিকে গতকাল মঙ্গলবার রাতে ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে।