হরিণের মাংসসহ ৬ চোরাকারবারি আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
০৮ জানুয়ারী ২০২৫, ১১:৩৯
শেয়ার :
হরিণের মাংসসহ ৬ চোরাকারবারি আটক

মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি অবৈধ হরিণের মাংসসহ ৬ চোরাকারকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় বিসিজি বেইজ মোংলা কর্তৃক মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মোংলা হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১ কেজি অবৈধ হরিণের মাংস সহ ৬জন চোরাকারবারিকে আটক করা হয়। 

তিনি আরও জানান, জব্দকৃত অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটককৃত চোরাকারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মোংলা থানা পুলিশের উপস্থিতিতে স্টেশন কর্মকর্তা ঢাংমারী ফরেস্ট অফিস, চাঁদপাই এর নিকট হস্তান্তর করা হয়েছে।