আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫৮
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও বিভিন্ন সংগঠন। আজ বুধবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

লিফলেট বিতরণ

জুলাই ঘোষণাপত্রের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুর সাড়ে ১২টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে লিফলেট বিতরণে উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। 

বিকেল সাড়ে ৩টায় মোহাম্মদপুর টাউন হলে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। বিকেল ৪টায় যাত্রাবাড়ীর চৌরাস্তায় থাকবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল।

টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন 

নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তূকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বেগুন বাড়ি দীপিকার মোড়ে এই কার্যক্রম শুরু হবে।

কর্মশালা

বেলা পৌনে ১১টায় বেসামরিক চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে ‘বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতকল্পে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

গ্যাপেক্সপো

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রা. লিমিটেডের যৌথ উদ্যোগে আগামী ৮-১১ জানুয়ারি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) চার দিনব্যাপী ১৪তম গার্মেন্টস এক্সেসরজি ও প্যাকেজিং এক্সপো ‘গ্যাপেক্সপো’ এবং কনকারেন্ট ইভেন্ট হিসেবে ২২তম গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হবে। বুধবার বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন উপস্থিত থাকবেন।