কেন পদত্যাগ, কে আসছেন
কানাডার রাজনীতি
বেশ কয়েক মাস থেকে প্রায়ই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে একটি প্রশ্নের মুখে পড়তে হয়েছে তা হলো- ‘আপনি পদত্যাগ করছেন কবে’। তার দলের অভ্যন্তরেও এ নিয়ে বিভেদ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত গত সোমবার তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এখন প্রশ্ন এসেছে- ট্রুডোর দল লিবারেল পার্টির নেতা কে হবেন।
ট্রুডো তার পদত্যাগের ভাষণে বলেছেন, আগামী নির্বাচনে দেশের জন্য সত্যিকারের পছন্দের কাউকে প্রয়োজন। আমার কাছে এটি স্পষ্ট যে, আমাকে দলের ভেতরেই লড়তে হলো, আমি এই নির্বাচনে সবচেয়ে ভালো প্রার্থী হতে পারি না। তবে পদত্যাগের ঘোষণা দিলেও ট্রুডোর দল লিবারেল পার্টি নতুন নেতা বেছে না নেওয়া পর্যন্ত তার প্রধানমন্ত্রী পদ বহাল থাকবে।
নতুন নেতা নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে দলীয়ভাবে। দলকে নতুন নেতা খোঁজার সময় দিতে ট্রুডো আগামী ২৪ মার্চ পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন স্থগিত রাখতে বলেছেন। এই সময়ের মধ্যে লিবারেল পার্টিকে নতুন নেতা নির্বাচন করতে হবে। এই প্রক্রিয়া সাধারণত চার-পাঁচ....সময় প্রয়োজন হয়; কিন্তু এবার এতো সময় তারা পাবে না।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ট্রুডোর উত্তরসূরি কে হবেন সেটি এখনও স্পষ্ট নয়। তবে বেশ কয়েক জনের নাম শোনা যাচ্ছে।
বিবিসি জানায়, এদের মধ্যে ট্র্রুডোর সরকারের সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এবং কানাডার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মার্ক কারনির নাম উঠে এসেছে আলোচনায়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস