তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৯৫

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জানুয়ারী ২০২৫, ১৫:৫৪
শেয়ার :
তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৯৫

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে, আহত হয়েছেন ১৩০ জন। আজ মঙ্গলবার সকালে এই ভূমিকম্পে ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  

আজ সকালে স্থানীয় সময় ৯টার দিকে তিব্বতে নেপাল সীমান্তের কাছে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। এরপর কয়েকটি আফটার শকও অনুভূত হয়। ভূমিকম্প অনভূত হয়েছে পাশ্ববর্তী নেপাল ও ভারতেও।

বিবিসি জানায়, এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ভূতাত্ত্বিক ফল্টলাইনে থাকায় এই অঞ্চল ভূমিকম্পপ্রবণ।  

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে।