কসবাকে সন্ত্রাস জনপদে পরিণত করেছিলেন আনিসুল হক

কসবা প্রতিনিধি
০৭ জানুয়ারী ২০২৫, ১৫:৪৭
শেয়ার :
কসবাকে সন্ত্রাস জনপদে পরিণত করেছিলেন আনিসুল হক

বিগত ১৫ বছর কসবাকে সন্ত্রাস ও মাদকের জনপদে পরিণত করেছিল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। আজ মঙ্গলবার সকাল ১০টায় আব্দুল মন্নান মতি মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আতাউর রহমান বলেন, ‘বিগত ১৫ বছর কসবাকে সন্ত্রাস ও মাদকের জনপদে পরিণত করেছিল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। শিক্ষা,সাংস্কৃতিতে অগ্রগামী কসবার তরুণদের হাতে ইয়াবা, গাঁজা তুলে দেওয়া এবং কাঁচা টাকা কামাইয়ের অবৈধ সুযোগ করে দিয়ে তরুণদের ধ্বংসের দায়ে তার বিচার হতে হবে। ’

তিনি আরও বলেন, ‘আওয়ামী আমলে কসবায় নিরীহ মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে প্রতিনিয়ত। জমি দখল, ফুটপাত দখল, বাড়ি করতে গেলে তাদেরকে চাঁদা দিতে হত। যারা দিতে অস্বীকার করত তাদের ওপর নির্যাতন চালাত এডভোকেট আনিসুল হকের বাহিনী। তিনি অবিলম্বে কসবায় গ্যাস দেওয়া ও মাদকের সঙ্গে জড়িতদের আটকের দাবি জানাই।’

বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম রিপনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হান্নান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা শিবলী নোমানী। এ সময় আব্দুল মন্নান মতি মেম্বার ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ২ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।