মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠেছে ‘জয় বাংলা’ স্লোগান

কলারোয়া প্রতিনিধি
০৭ জানুয়ারী ২০২৫, ১৪:৩৪
শেয়ার :
মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠেছে ‘জয় বাংলা’ স্লোগান

সাতক্ষীরার কলারোয়ায় ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠেছে ‘জয় বাংলা’ লেখা স্লোগান।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলারোয়া উপজেলার শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল সাইন বোর্ডে এ লেখা ভেসে ওঠে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক তাফহীমুল ইসলামসহ কয়েকজন জানান, মাগরিবের নামাজের পর তারা চা খেতে মসজিদের সামনে যান। এ সময় হঠাৎ মসজিদের দ্বিতীয় তলার বাইরের দেয়ালে থাকা ডিজিটাল সাইন বোর্ডে ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি ৭১ হ্যাকার’ লেখা দেখেন তারা।

এর এক-দুই মিনিট পরেই বিদ্যুৎ চলে যায়। বিষয়টি ভাল করে পর্যবেক্ষণ করার জন্য তারা অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ এলে সেই ডিজিটাল সাইন বোর্ডে পুনরায় ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি ৭১ হ্যাকার’ লেখা ভাসতে দেখা যায়।  

এ সময় মসজিদের ইমাম তরিকুল ইসলামকে ডেকে দৃশ্যটি দেখালে তিনি আশ্চর্য হয়ে যান এবং তাৎক্ষণিক ডিজিটাল সাইন বোর্ডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে ইমাম তরিকুল ইসলাম জানান, তিনিও ঘটনাটি দেখে হতবাক হয়েছেন। ঘটনার বিষয়ে তিনি কিছু বুঝতেই পারেননি। তাৎক্ষণিক ডিজিটাল বোর্ডের বিদ্যুতের সুইচ বন্ধ করে দেওয়া হয়েছে। পরে মসজিদ কর্তৃপক্ষ সাইন বোর্ডটি খুলে ফেলা হয়।

এদিকে ঘটনাটি জানার পর রাত সাড়ে ৮টার দিকে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।