ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ৮ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারী ২০২৫, ১৯:১৫
শেয়ার :
ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ৮ পুলিশ নিহত

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের বোমা হামলায় আটজন পুলিশ সদস্য ও একজন গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রদেশের বিজাপুর জেলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একটি অভিযান শেষে ফেরার সময় বাস্তার অঞ্চলের কুতরুতে স্থানীয় সময় সোমবার দুপুর সোয়া ২টার দিকে এই বিস্ফোরণ হয়।

এর আগে সকালে নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়ের আবুজমাড় অঞ্চলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচজন বিদ্রোহীকে হত্যা করে, যাদের মধ্যে দুই নারীও ছিলেন। অভিযান থেকে একে-৪৭ ও সেলফ-লোডিং রাইফেলের মতো স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত আট পুলিশ সদস্য ছিলেন জেলা রিজার্ভ গার্ডের সদস্য, যা ছত্তিশগড়ে মাওবাদীদের মোকাবেলার জন্য একটি বিশেষায়িত পুলিশ ইউনিট।