নারীর গলাকাটা মরদেহের পাশেই রক্তমাখা ছুরি
নারায়ণগঞ্জে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।
নিহত ওই তরুণীর নাম রাণী (২৯)। তিনি রাজধানির ৩২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক এ-২৫’র বাসিন্দা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আজ সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দারা গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে গলা কাটা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ২টি রক্তমাখা ছুরি জব্দ করা হয়েছে, যা নারীর গলা কাটায় ব্যবহৃত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রথমে অজ্ঞাত পরিচয়ে থাকলেও পরে আজ দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।