সুখবর দিলেন তাহসান
গেল দু’দিন ধরেই খবরের শিরোনামে আছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। কারণ আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তার স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। আর বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর নবদম্পতিও ভাসছেন শুভেচ্ছার জোয়ারে।
এই আনন্দের মাঝেই তাহসান ভক্তদের জন্য আরও এক সুখবর- নতুন গান নিয়ে আসছেন এই গায়ক। শিরোনাম ‘একা ঘর আমার’। গানটির প্রকাশনা অনুষ্ঠানে তিনি শোনাবেন এর তৈরির গল্পও। স্যাড-রোমান্টিক ঘরানার এই গানের কথা ও সুর করেছেন গায়ক নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। আর গানটির মিউজিক ভিডিও নির্মান করেছেন চন্দন রায় চৌধুরী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অনুপম মিউজিকের ব্যানারে নির্মিত ‘একা ঘর আমার’ গানের ভিডিওতে পাওয়া যাবে তাহসান ও সিঁথিকে। আর আজ সোমবার গানটি উন্মুক্ত হবে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’