নতুন বছরে দেখা মিলবে পর্দায়

ফিরছেন নাজিফা

নিজস্ব প্রতিবেদক
০৬ জানুয়ারী ২০২৫, ০০:০০
শেয়ার :
নতুন বছরে দেখা মিলবে পর্দায়

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাওয়া’ দিয়ে বেশ আলোচনায় আসেন নাজিফা তুষি। তবে এর পরই অনেকটা আড়ালে চলে যান তিনি। সম্প্রতি অভিনেত্রী জানালেন, আবার পর্দায় ফিরছেন। নতুন বছরেই তার দেখা মিলবে। ইতোমধ্যে কয়েকটি সিনেমা-সিরিজের কাজ শেষ করেছেন।

নাজিফা বলেন, “আমি কিন্তু বসে নেই। ‘হাওয়া’র পর থেকেই কাজ করে যাচ্ছি। কয়েকটি সিনেমা-সিরিজে অভিনয় করেছি।”

মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ‘রইদ’ নামের একটি সিনেমার শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি প্রসঙ্গে নাজিফা বলেন, ‘চমৎকার গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। তবে কবে মুক্তি পাচ্ছে, এ বিষয়ে বলতে পারছি না।’