দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে জবাই করে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি
০৫ জানুয়ারী ২০২৫, ২২:১১
শেয়ার :
দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে জবাই করে হত্যা

দ্বিতীয় বিয়ের অনুমতি ও তালাক না দেওয়ায় স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে নুর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধর বিরুদ্ধে। আজ রবিবার ভোরে পটুয়াখালী‌র আউলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠী গ্রা‌মে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুর মোহাম্মদ থানায় গিয়ে আত্মসমর্পন করেছেন ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরে মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

নূরজাহান বেগমের পুত্রবধূ রো‌জি আক্তার (৩২) ও নুপুর আক্তার (২৫) জানান, দ্বিতীয় বি‌য়ে করা নি‌য়ে নুর মোহাম্মদ ও স্ত্রীর ম‌ধ্যে বি‌রোধ চল‌ছিল। কয়েক দিন আগে তালাক দেওয়ার জন‌্য স্ত্রী নূরজাহানকে চাপ প্রয়োগ ক‌রেন নুর মোহাম্মদ। এ নি‌য়ে তাদের মধ্যে ঝগড়া হলে নূরজাহান ছেলেদের ঘরে চলে যান। শনিবার রাতে স্ত্রী নূরজাহানের কাছে ক্ষমা চেয়ে পূত্রবধূ‌দের মধ‌্যস্থতায় ঘরে ফিরিয়ে নিয়ে যান নুর মোহাম্মদ। পরে রাতে সবাই ঘু‌মি‌য়ে গেলে নূরজাহান বেগম‌কে জবাই ক‌রে হত‌্যা ক‌রা হয়।

এ ঘটনার সুষ্ঠু ‌বিচার দাবি ক‌রেছে স্থানীয়রা ও নিহতের স্বজনরা। নিহত নুরজাহান বেগমের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ জানান, এই ঘটনায় নিহত নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।