কসবায় দুই ভারতীয় গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ রবিবার দুপুরে তাদেরকে কসবা থানায় হস্তান্তর করলে চোরাচালান আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গতকাল শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়নের অষ্টজংগল বাজার থেকে সুলতানপুর ৬০ বিজিবি অধীনস্ত সালদা বিওপি ক্যাম্পের জোয়ানরা তাদেরকে আটক করে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, ভারতের সীপাহীজলা জেলার কলমছড়া থানার গৌরাঙ্গলা গ্রামের অহিদ মিয়ার ছেলে রাজু আহমেদ (২৬) ও মৃত নায়েব আলীর ছেলে সোহাগ মিয়া।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কসবা উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা গ্রামের ভারত অংশের বাসিন্দা রাজু আহাম্মেদ ও সোহাগ মিয়া চোরাচালানে জড়িত। ভারত থেকে যে সকল চোরাচালান পণ্য বাংলাদেশে অবৈধভাবে পাচার হয়ে আসছে এরা দুজন এ সকল চোরাচালানে সহয়তা করতে বাংলাদেশে আসা-যাওয়া করে। গতকালও একই উদ্দেশ্যে বাংলাদেশে অবৈধভাবে পাসপোর্ট ছাড়া অনুপ্রবেশ করেছিল। গোপন সংবাদে তাদের দুজনকে আটক করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে তারা চোরাচালানে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। রবিবার দুপুরে তাদের দুজনকে কসবা থানায় হস্তান্তর করা হয়। সালদা বিওপি ক্যাম্পের নায়েক মো. বাবুল হোসেন বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা রুজু করেছেন। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে তাদেরকে পাঠায় কসবা থানা পুলিশ।
সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জাব্বার বলেন, এরা ভারত হতে বাংলাদেশে চোরাচালান পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে থাকে। পরে গোপন সংবাদে তাদের আটক করা হয়।