জিহ্বা দিয়ে ৫৭ ফ্যান থামিয়ে বিশ্বরেকর্ড
জিহ্বা দিয়ে ৫৭টি বৈদ্যুতিক পাখা থামিয়ে বিশ্বরেকর্ড করেছেন এক যুবক। ভারতের তেলেঙ্গানার সূর্যপেটের বাসিন্দা ক্রান্তি কুমার পানিকেরা নামের ওই যুবক এক মিনিটের মধ্যে ৫৭টি চলন্ত বৈদ্যুতিক পাখা জিহ্বা দিয়ে বন্ধ করেছেন। অর্থাৎ প্রায় প্রতি সেকেন্ডেই একটি করে ফ্যান বন্ধ করেছেন তিনি। ফ্যান থামানোর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায়, বেশ জোরেই ঘুরছিল ফ্যানগুলি। কিন্তু খুব সহজেই সেগুলো জিহ্বা দিয়ে থামিয়ে দিচ্ছেন ক্রান্তি কুমার। ২ জানুয়ারি গিনেজ কর্তৃপক্ষের পোস্ট করা ভিডিওটি ২ কোটিরও বেশি বার দেখা হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,দীর্ঘ অনুশীলনে ভয়ংকর এই কাজে সক্ষম হয়েছেন তেলেঙ্গানার যুবক। তিনি ‘ড্রিল ম্যান’ হিসাবেই পরিচিত। আগেও ‘বিগ সেলিব্রিটি চ্যালেঞ্জ’, ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’, ‘জেড ট্যালেন্ট শো’ এবং ‘ইন্ডিয়া কা মস্ত কালান্দার’, এমন কী ‘আমেরিকাস গট ট্যালেন্টে-এর মতো আন্তর্জাতিক মঞ্চে চমক দেখিয়েছেন ক্রান্তি কুমার।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস