পদত্যাগের ঘোষণা অস্ট্রিয়ার চ্যান্সেলরের
পদত্যাগের ঘোষণা দিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। গতকাল শনিবার রক্ষণশীল এই নেতা বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে তিনি চ্যান্সেলর এবং দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।
এ পদক্ষেপের ফলে আলপাইন ইইউ সদস্য দেশে জোট সরকার গঠনের আলোচনা ব্যর্থ হওয়ায় রক্ষণশীলরা সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার লক্ষে ডানপন্থীদের সঙ্গে আলোচনায় বসতে পারে কিংবা দেশটিতে নতুন করে নির্বাচন হতে পারে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
নেহামার এক্সে-এক ভিডিও বার্তায় ঘোষণা করেছেন, তিনি পিপলস পার্টির প্রধান এবং চ্যান্সেলর দুই পদ থেকেই পদত্যাগ করবেন। কেন্দ্রীয় সরকার গঠনে অস্ট্রিয়ার লিবারেল পার্টি তিন-দলীয় জোটের আলোচনা থেকে সরে আসার একদিন পর তিনি এই ঘোষণা দেন।
গত সেপ্টেম্বরের নির্বাচনে ফ্রিডম পার্টি প্রায় ২৯ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করে। কিন্তু আলপাইন ইইউ সদস্য রাষ্ট্রে একটি জাতীয় সরকার গঠনের জন্য অংশীদার খুঁজে পায়নি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
চ্যান্সেলর কার্ল নেহামার কনজারভেটিভ পিপলস পার্টি ছিল দ্বিতীয় অবস্থানে। দলটি ভোট পেয়েছে ২৬ শতাংশ। আর ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সোশ্যাল ডেমোক্র্যাটরা।
কার্ল নেহামা জানান, তার দল কনজারভেটিভ পিপলস পার্টি ও সোশ্যাল ডেমোক্র্যাটদের মধ্যে জোট গড়ার আলোচনায় কিছু মূল বিষয়ে ঐকমত্য হয়নি। আলোচনার প্রক্রিয়ায় উদারপন্থী হিসেবে পরিচিত নিওস নামে আরেকটি রাজনৈতিক দল যুক্ত ছিল। গত শুক্রবার আলোচনা থেকে সরে দাঁড়ায় দলটি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস