‘সারা জীবনের জন্য ঘর দিয়েছি’

বিনোদন প্রতিবেদক
০৫ জানুয়ারী ২০২৫, ১৭:৩১
শেয়ার :
‘সারা জীবনের জন্য ঘর দিয়েছি’

নেটদুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু তাহসান-রোজার বিয়ে। নবদম্পতির ছবি দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুক। থেমে নেই আলোচনাও। গতকাল শনিবার জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান জানিয়েছেন, দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সঙ্গে প্রকাশ করেছেন দুজনের একটি ছবিও।

এদিকে, তাহসান বিয়ে নিয়ে মুখ খুললেও চুপ ছিলেন তার স্ত্রী রোজা আহমেদ। অবশেষে বিয়ের ৯টি ছবির অ্যালবাম প্রকাশ্যে এনেছেন তিনিও। ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে আমি একজন চমৎকার মানুষকে খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে এসব দেওয়ার প্রতিজ্ঞা করেছি এবং সারা জীবনের জন্য ঘর দিয়েছি।’

এর আগে গতকাল সন্ধ্যায় ফেসবুকে রোজার সঙ্গে একটি ছবি পোস্ট দেন তাহসান। তারই বাকি অংশ পাওয়া গেল রোজার প্রকাশ করা আজকের অ্যালবামটিতে। এতে তাহসান খান একটি পাঞ্জাবি পরে আছেন। তার সঙ্গে মিলিয়ে একই রঙের শাড়ি পরেছেন রোজাও।

রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। 

১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা। এ ছাড়াও মেকওভার প্রশিক্ষক হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন।

উল্লেখ্য, প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক থেকে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। হয়েছে তাদের বিচ্ছেদও। এরপর মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। এবার সংসারী হলেন তাহসানও।