সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে টানা সাড়ে নয় ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে । এর আগে গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতাও বাড়তে থাকে। এতে করে রাত ১ টার দিকে পুরো নৌরুট কুয়াশার চাদরে ঢাকা পড়ে । নৌ দূর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়।
আজ রবিবার সকাল সাড়ে ১০ টার সময় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বানিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে টানা সাড়ে নয় ঘন্টা পর এই নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এই নৌরুটে বর্তমানে ১৫ টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। আটকে থাকা যাত্রীবাহী যানবাহনকে অগ্রাধীকার ভিত্তিতে পার করানো হবে।