কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদী পারাপারের যানবাহনগুলোর যাত্রীরা শীতের মধ্যে দুর্ভোগে পড়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এ নৌরুটে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া অংশের সড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস সিরিয়ালে থাকতে দেখা গেছে। মাঝ রাতে নদী পার হতে যেসব যানবাহন ঘাট এলাকায় এসেছে যেসব যানবাহনের যাত্রীরা ঘন কুয়াশায় ও শীতে চরম দুর্ভোগে পড়েছেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে দ্রুত যানবাহন ও যাত্রী পারাপার করে দেওয়া হবে।