৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
পটুয়াখালী কলাপাড়ায় কাশেম (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গতকাল রাত আটটায় ওই শিশুকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে পুলিশ এ ঘটনায় এখনো কাশেমকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের মাহবুব গাজীর বাড়িতে কাশেম দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করে আসছিলেন। গতকাল ভোররাত চারটার দিকে ওই শিশুকে ঘুমন্ত অবস্থায় তার মায়ের কাছ থেকে নিয়ে আসেন প্রতিবেশী কাসেম। ওই শিশুর মা শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় তিনি বিষয়টি বুঝতে পারেননি। পরে ওই শিশুটিকে পাষন্ড কাশেম ক্ষুদার্থ হায়নার মতো পাশবিক নির্যাতন করে একঘণ্টা পর ফের বাড়িতে নিয়ে আসেন। এরপর দিনভর ব্লিডিং এর কারণে সন্ধ্যায় ওই শিশুর শরীর নিস্তেজ হয়ে পড়লে রাত আটটার দিকে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। তারপরে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ প্রসঙ্গে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।