প্রবাসীর স্ত্রী-টু
নতুন বছরের শুরুতে স্কাইভিউ ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হলো নাটক ‘প্রবাসীর স্ত্রী-টু’। ‘প্রবাসীর স্ত্রী’ নাটকের সাফল্যের পর এর ২য় কিস্তি নির্মান করলেন পরিচালক জিয়াউদ্দিন আলম। আসাদুজ্জামান সোহাগের লেখা ‘প্রবাসীর স্ত্রী ২’-তে আবারও জুটি বেঁধে অভিনয় করেছেন অহনা রহমান ও রুশো শেখ।
নাটকটি রিলিজের পর দর্শক খুবই ভালো ভাবে নিয়েছেন। স্বল্প সময়ে ভিউ ১ মিলিয়ন ছাড়িয়েছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নাটকের গল্পে দেখা যাবে, প্রবাসীর স্ত্রী নিরুর জীবনের নিদারুণ কষ্টের গল্প। যেখানে প্রবাসী স্বামী সন্তানকে অস্বীকার করে। রাগের মাথায় মিথ্যা অপবাদ দিয়ে তাকে তালাকও দেয়। শ্বশুরবাড়ির মানুষের নির্যাতনে মাত্রা বেড়েই চলে নিরুর ওপর। একের পর এক ঘটনা ঘটতে থাকে। এগিয়ে চলে নাটকের কাহিনি। পূবাইলের একটি রিসোর্টে টানা দুদিন নাটকের শুটিং হয়েছে।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল