সাদপন্থীদের ইজতেমা করার অধিকার নেই
আজ কাকরাইলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক
সাদপন্থীদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
আজ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মামুনুল হক।
মামুনুল হক বলেন, ‘৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রমও চলছে, আরও পুরোদমে শুরু হয়ে যাবে।’
সাদপন্থীদের ইজতেমা করার বিষয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘দ্বিতীয় পর্বের যে ঘোষণা ছিল, সেই ঘোষণার বিষয়েই তো আমাদের ১৭ ডিসেম্বর হত্যাকাণ্ডের পর পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই ১৭ তারিখের হত্যাকাণ্ডের পরে, যাদের হাতে (সাদপন্থী) টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক অধিকার থাকে না।’
হামলার পর সাদপন্থীদের সঙ্গে আলোচনার পথ বন্ধ হয়ে গেছে জানিয়ে মামুনুল হক বলেন, ‘এটাই তো ছিল পরিবেশ ১৭ ডিসেম্বরের আগ পর্যন্ত। রাষ্ট্রীয়ভাবে, সরকারি উদ্যোগেও এটার একটা সিদ্ধান্ত ছিল, যে মীমাংসা হবে। কিন্তু এর মধ্য দিয়ে সরকারি সকল আয়োজন, সকল আলোচনার দুয়ার রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে। আমাদের তিনজন ভাইকে হত্যা করা হলো। এখন সেই রক্তের ওপর দিয়ে আমরা কীভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি।’