৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ৯ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নৌরুটটি কুয়াশায় ঢাকা পড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে আজ শনিবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে থাকে। রাতে কুয়াশা বেশি পড়ায় দুর্ঘটনা এড়াতে রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে নদী পারাপার হতে আসা বেশকিছু যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে। ফলে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
তবে কুয়াশা কেটে গেলে শনিবার সকাল ৮টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। দ্রুত যানবাহন ও যাত্রী পারাপার করে দেওয়া হবে বলেও জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।