চীনের লাদাখ ‘দখলের’প্রতিবাদ ভারতের
লাদাখ সীমান্তবর্তী এলাকায় দুটি কাউন্টি স্থাপন করার খবর প্রকাশ করেছে চীনা সংবাদমাধ্যম। ভারত বলছে, ওই দুটি কাউন্টির কিছু এলাকা ভারতের ভূখণ্ড লাদাখের মধ্যে পড়েছে। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে দিল্লি। গতকাল এ খবর জানিয়েছে এনডিটিভি।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া ২৭ ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের জিনজিয়াংয়ের আঞ্চলিক সরকার দুটি কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। সেগুলো হলো হেয়ান কাউন্টি এবং হেকাং কাউন্টি। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য পরিষদ এ দুটি কাউন্টির অনুমোদন দিয়েছে। এর প্রতিবাদে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেছেন, তথাকথিত কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের লাদাখের অধীনে পড়েছে এবং ভারত এই অঞ্চলে চীনের অবৈধ দখলদারিত্ব কখনোই মেনে নেয়নি।
জয়সওয়াল আরও বলেন, আমরা চীনা কর্তৃপক্ষের অনুমোদিত নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি। তথাকথিত এই কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পড়েছে। আমরা ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলকে কখনোই মেনে নেইনি। পরে তিনি বলেন, নতুন কাউন্টি তৈরি করায় ওই এলাকায় আমাদের সার্বভৌমত্বের বিষয়ে ভারতের দীর্ঘস্থায়ী এবং সামঞ্জস্যপূর্ণ অবস্থানের কোনো প্রভাব ফেলবে না এবং চীনের অবৈধ ও জোরপূর্বক দখলকে বৈধতা দেওয়া হবে না। আমরা কূটনীতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে একটি জোরালো প্রতিবাদ জানিয়েছি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
নতুন কাউন্টি প্রতিষ্ঠার প্রতিবাদের পাশাপাশি জয়সওয়াল ব্রহ্মপুত্র নদে চীনের জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের উদ্বেগ জানিয়েছেন। ২৫ ডিসেম্বর সিনহুয়া জানিয়েছে, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং সাংপো নদীতে একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে চীন। এর প্রতিক্রিয়ায় পানির ওপর আন্তর্জাতিক অধিকার এবং নিম্ন এলাকার রাজ্য হিসেবে বিশেষজ্ঞ পর্যায়ের মতামতের পাশাপাশি এ নিয়ে উদ্বেগ জানিয়েছে দিল্লি। এ নিয়ে জয়সওয়াল বলেন, সর্বশেষ প্রতিবেদনের পর নিম্নধারার দেশগুলোর সঙ্গে স্বচ্ছতা এবং পরামর্শের প্রয়োজনীতা চীনের কাছে পুনর্ব্যক্ত করা হয়েছে। চীনাপক্ষকে তা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছেÑ যেন ব্রহ্মপুত্রের নিম্নপ্রবাহ এলাকার স্বার্থ উজানের এলাকার কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত না হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস