তিউনিসিয়ায় নৌকা ডুবে ২৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জানুয়ারী ২০২৫, ১৫:৫৪
শেয়ার :
তিউনিসিয়ায় নৌকা ডুবে ২৭ জনের প্রাণহানি

তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী নৌকাডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮৩ জনকে। গত বুধবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।  

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের আলতায়া থেকে তিন মাইল দুরে প্রায় ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেখানে দু’টি নৌকা ডুবে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা বলেছেন, ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি রাতে নৌকা দু’টি যাত্রা শুরু করেছিল।

আফ্রিকান অধিবাসীদের অবৈধভাবে ইউরোপে পৌঁছাতে দালালরা তিউনিসিয়ার এই মূল পয়েন্টকে ব্যবহার করে।

নৌকার সব যাত্রী অবৈধভাবে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রীরা সবাই সব-সাহারা আফ্রিকার দেশের নাগরিক। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ভূমধ্যসাগরে ২ হাজার ২০০ জনেরও বেশি লোক মারা গেছে। গত মাসে তিউনিসিয়ার উপকূলরক্ষীরা ইউরোপের দিকে যাত্রা করার সময় দুটি আলাদা নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রায় ৩০ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে।