বিস্ফোরক মামলায় নিক্সন চৌধুরীর সহযোগী কারাগারে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের নিক্সন চৌধুরীর প্রধান সহযোগী জব্বার মাস্টারকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে হাজরাকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে জব্বার মাস্টারকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
জব্বার মাস্টার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের বাসিন্দা। তিনি একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিক্সন চৌধুরীর ঘারুয়া ইউনিয়নের প্রধান সহযোগী ছিলেন জব্বার মাস্টার। হাজরাকান্দা গ্রামে দুটি দলের একটি দলের নেতৃত্ব দেন তিনি। আওয়ামী লীগ আমলে নিক্সন চৌধুরীর ছত্রছায়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন জব্বার। পুলিশ তাকে আওয়ামী লীগের আমলে ধরতে সাহস পায়নি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, ‘বিস্ফোরক মামলার আসামি জব্বার মাস্টারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ’