ইতিহাস গড়েই কি শেষ হচ্ছে ‘মাশরাফি জুনিয়র’

বিনোদন প্রতিবেদক
০২ জানুয়ারী ২০২৫, ১৬:৫২
শেয়ার :
ইতিহাস গড়েই কি শেষ হচ্ছে ‘মাশরাফি জুনিয়র’

২০২০ সালের ২৯ নভেম্বর থেকে শুরু। মাঝে দিনের সংখ্যাটা ১৫ শ’র কাছাকাছি। গ্রাম থেকে উঠে আসা এক নারী ক্রিকেটারের উত্থানের গল্প নিয়ে দীপ্ত টিভিতে শুরু হয়েছিল দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। ১২৩০ পর্বের এই নাটকটির ইতি ঘটতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্ন ছোঁয়ার গল্প বলতে বলতে মণি, আয়ান, রুনা, দিলারাদের সঙ্গে দর্শকের এই সম্পর্কে ছেদ ঘটতে যাচ্ছে আজ।

ভাইকে কথা দিয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে বন্ধু আয়ানের হাত ধরে শহরে আসা মণির জীবন থেকে হারাতে বসেছিল বন্ধু আর ক্রিকেট দুটোই। তবে মণির জাতীয় নারী ক্রিকেট দলে সুযোগ পাওয়ার যে আকাঙ্ক্ষা, তা আর দীর্ঘ হচ্ছে না। একের পর এক পারিবারিক জটিলতা আর সংগ্রাম পেরিয়ে মণি এবার আন্তর্জাতিক ম্যাচ খেলার দ্বারপ্রান্তে। লাল সবুজের জার্সি শেষ পর্যন্ত গায়ে জড়াতে যাচ্ছে সে। তবে এখানেও স্বামী আয়ানের কাছে মণি রেখে এসেছে এক রহস্যময় চিঠি। কী সারপ্রাইজ আছে সেই চিঠিতে, জাতীয় দলে জায়গা পাওয়ার পাশাপাশি আর কী যোগ হচ্ছে মণির প্রাপ্তির খাতায়- তা জানতে দর্শককে দেখতে হবে নাটকের শেষ অংশটি।

আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’র চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় নামভূমিকায় অভিনয় করেছেন দর্শকনন্দিত সাফানা নমনি। আরও আছেন সোহেল তৌফিক, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, রোজি সিদ্দিকী, তৌফিকুল ইমন, শাহজাহান সৌরভ, আজিজুন মীম, শেহজাদ ওমরসহ অনেকে।

‘মাশরাফি জুনিয়র’ প্রতিদিন রাত ৮টায় দীপ্ত টিভিতে প্রচারের আগেই দেখা যাচ্ছে দীপ্ত প্লে’তে, সঙ্গে ইউটিউব আর ফেসবুকেও থাকছে আগের মতই।