ইভটিজিংয়ে বাধা দেওয়ায় যুবককে হত্যাচেষ্টা
নেত্রকোনায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন মো. মোস্তফা কামাল নামের এক যুবক। গতকাল বুধবার সন্ধ্যায় খলিশাউর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মোস্তফা কামাল জানান, প্রতাপপুর গ্রামের বাসিন্দা মো. অনিক এবং শালদীঘা গ্রামের বাসিন্দা মো. রাজন দীর্ঘদিন ধরে তাদের গ্রামের মেয়েদের ইভটিজিং করে আসছিল। একাধিকবার তারা জোর করে মেয়েদের ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। গ্রাম্য সালিশের মাধ্যমে এসব ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় তার ছেলের মাদ্রাসায় খাবার দিতে যাওয়ার পথে প্রতাপপুর মাদ্রাসার সামনে রাজন, অনিকসহ ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
তিনি আরও বলেন, ‘তারা আমাকে পেছন থেকে আক্রমণ করে হত্যার চেষ্টা করেছে। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে ভর্তি।
আহতের বড় ভাই মো. হানিফ উদ্দিন পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে আমার ছোট ভাইকে হত্যার জন্য এই হামলা চালানো হয়েছে। এসব বখাটেরা মাদকাসক্ত এবং আগেও তারা মেয়েদের হয়রানি ও অপহরণে জড়িত ছিল।’
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’