যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

ঢামেক প্রতিবেদক
০২ জানুয়ারী ২০২৫, ১২:২৫
শেয়ার :
যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজন বর্মন (১৭) নামে শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার রাতে যাত্রাবাড়ীর কাজলায় এ ঘটনাটি ঘটে।

রাজন বর্মন ধনিয়া কলেজের ইন্টারমিডিয়েট -এর শিক্ষার্থী ছিল।

আহতের মা মন্জু রানী বর্মন জানিয়েছেন, তাদের বাসা কাজলা পেট্রোল পাম্পের পাশে। গতকাল বুধবার রাত আনুমানিক সাত টার দিকে ছেলে চা খেতে বের হয় বাড়ির পাশেরই একটি দোকানে। সেখান থেকে এক যুবক তাকে ডেকে কিছুটা ভিতরের দিকে নিয়ে যায়। সেখানে তার সঙ্গে আরও দু'জন সহ তিন জন, তার কাছ থেকে মোবাইল ফোন টি ছিনিয়ে নিতে চায়। সে বাধা দেওয়ায় তারা তাকে বুকে পিঠে,হাতে ছুরিকাঘাতে আহত করে। তার চিৎকারে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।