ভোমরা সীমান্ত থেকে মানবপাচারকারীসহ ৩ জন গ্রেপ্তার
ভোমরা সীমান্ত থেকে ৩ বাংলাদেশি গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে মানবপাচারকারীসহ ৩ জনকে আটকের পর থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদেরকে সাতক্ষীরা সদর থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়াদের একজন নারী।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি-৩৩ এর সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নারায়নগঞ্জের বন্দর থানার মোছা. সানজিদা (১৯), সাতক্ষীরার লক্ষ্মীদাড়ী গ্রামের অমল মন্ডল (৩২) এবং একই গ্রামের মো. নুর ইসলাম (৩০)।
বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন-৩৩ বিজিবির ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪/২-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী নামক স্থান থেকে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল।
বিজিবি জানায়, ভোমরা বিওপির এসআইপি সদস্য হাবিলদার মো. আতাউর রহমানের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে রাত পৌনে ১২টার সময় উক্ত ব্যক্তিদের আটক করা হয়। এ সময়ে মোছা. সানজিদা নিকট হতে ২টি ভারতীয় পোকো মোবাইল উদ্ধার করা হয়। যার মূল্য ৩৫ হাজার টাকা।
বিজিবি জানায়, তিনি ২ মাস আগে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করেন। পরে আকট নারীর দেওয়া তথ্য অনুযায়ী তার গ্রামের মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করা হলে তারা (সানজিদা) বর্ণিত ঠিকানার স্থায়ী বাসিন্দা বলে জানান। পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক বাংলাদেশিদের মানবপাচারের দায়ে পাচারকারীসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।