রাজধানীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫

অনলাইন ডেস্ক
০১ জানুয়ারী ২০২৫, ১৬:০৪
শেয়ার :
রাজধানীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫

ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি ও ফানুস উড়াতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ৩ শিশুসহ ৫ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলো, ফারহান (৮), তাফসির(৩), সিফান মল্লিক (১২), সেন্টু (৪৫) ও সম্রাট (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি ও ফানুস উড়াতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩ শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে। ৫ জনের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ফারহান নামের শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।’