বাণিজ্য মেলা উদ্বোধন, উপজেলা পর্যায়ে আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক
০১ জানুয়ারী ২০২৫, ১১:৫৯
শেয়ার :
বাণিজ্য মেলা উদ্বোধন, উপজেলা পর্যায়ে আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার

নববর্ষের প্রথম দিন ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ মেলার উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে।’

উদ্যোক্তা তৈরির লক্ষে সারা দেশের উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর জন্য প্রয়োজনে সরকার অর্থ দেবে বলে জানান তিনি।