ভারতের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা
ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী হিসেবে নাম উঠে এসেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সবচেয়ে বিত্তশালী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। সাম্প্রতিক এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
তথ্যটি প্রকাশ করেছে বেসরসারি সংস্থা অ্যাসোসিয়েশন ডেমোক্রেটিক রিফর্ম (এডিআর)। ওই সমীক্ষা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পদের মূল্য ১৫ লাখ রুপি। অন্যদিকে বিত্তশালী তালিকার শীর্ষে থাকা চন্দ্রবাবু নাইডুর সম্পদের মূল্য প্রায় ৯৩১ কোটি রুপির বেশি। এর পরই রয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ড,ু যার প্রায় ৩৩২ কোটি রুপির সম্পদ রয়েছে। এ ছাড়া কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইর সম্পদের পরিমাণ ৫১ কোটি রুপির বেশি। এ ছাড়া দ্বিতীয় ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী হিসেবে জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর নাম উঠে এসেছে, যার ৫৫ লাখ রুপির সম্পদ রয়েছে। বিবিসি বাংলা।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!